অভিযুক্ত ছাত্রদলের নেতাকে বহিষ্কার, আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ

Daily Post Bangla
0

 

    রূপগঞ্জে যুবদল কর্মীকে হত্যা  বহিষ্কৃত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে ছাড়াতে গিয়ে ছোড়া গুলিতে যুবদল কর্মী নিহতের ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে বাবুকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জাহিদুল ইসলামকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি জাহিদুলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গতকাল মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ভুলতা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ওরফে খোকাকে আটক করেন এলাকাবাসী। সেখানে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল ভূঁইয়ার অনুসারী কর্মী-সমর্থকেরাও উপস্থিত ছিলেন। ওই ছাত্রলীগ নেতাকে বাদলের বাড়ির দিকে নিয়ে যাওয়ার সময় অনুসারীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম। তখন জাহিদুল প্রভাব বিস্তার করে সাব্বিরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বাদলের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ শেষে এলাকা ছাড়ার সময় মাঝিপাড়া এলাকায় যুবদল কর্মী মামুন ভূঁইয়াকে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মামুন মারা যান। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বিরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে যুবদল কর্মীর মৃত্যুর ঘটনায় বাদল ভূঁইয়া বাদী হয়ে রাতে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় জাহিদুল ও সাব্বির হোসেনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৩ জনকে আসামি করা হয়। জাহিদুল মামুনকে একা পেয়ে লোকজন নিয়ে নিজ হাতে গুলি করেছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে জাহিদুল অভিযোগ অস্বীকার করে আসছেন।আজ বুধবার বিকেলে মাঝিনা এলাকায় জানাজা শেষে মাঝিনা গোরস্তানে মামুন ভূঁইয়াকে দাফন করা হয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় লোকজন জানাজায় অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপির নেতারা মামুন হত্যার বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধে দলীয় হস্তক্ষেপ কামনা করেন। 

                                          copped by :


Post a Comment

0Comments

Post a Comment (0)